Friday, September 9, 2016

বিফ মুঠো কাবাব


উপাদানঃ 
  • বিফ কিমা - ৪০০ গ্রাম
  • পেঁপেবাটা - ২ চা চামচ
  • ডিম - ১টি (ফেটানো)
  • গোলমরিচের গুঁড়া - আধা চা চামচ
  • লালমরিচ গুঁড়া - আধা চা চামচ
  • আদা ও রসুন বাটা - ২ চা চামচ
  • সয়াসস - ১ টেবিল চামচ
  • লেবুর রস - ১ টেবিল চামচ
  • টমেটো সস - ২ টেবিল চামচ
  • বেরেস্তা - ১ মুঠো গুঁড়া
  • লবণ - স্বাদ মতো
কাবাব মসলাঃ
  • জিরা - ১ চা চামচ
  • ধনে -১ চা চামচ
  • দারুচিনি - ২ টুকরা 
  • এলাচ - ৪টি
  • লবঙ্গ - ৪/৫টি 
  • সব এক সঙ্গে টেলে মিহিগুঁড়া করে, কাবাব মসলা বানিয়ে ২ চা-চামচ কাবাবে দিতে হবে।
আরও লাগবেঃ 
  • সয়াবিন তেল - ৩/৪ টেবিল চামচ
  • সরিষার তেল - ১ টেবিল চামচ
  • কয়লা - এক টুকরা
  • মোটা কাঠের কাঠি - ৫/৬টি ( কাঠি পানিতে ২০ মিনিট ভিজিয়ে রাখুন)
  • সরিষার তেল - ২ চা চামচ

সাজানোর জন্যঃ পেঁয়াজ ১টি চার ভাগ করা। কাঁচামরিচ ও লেবু। সব কাবাবের সঙ্গে প্যানে দিয়ে পুড়িয়ে নিতে হবে।

প্রস্তুত প্রণালীঃ 
কিমা ধুয়ে পানি ঝরিয়ে নিন। একে একে কাবাবের সব উপকরণ দিয়ে, কিমা মাখিয়ে কমপক্ষে এক ঘণ্টা রেখে দিন। চার থেকে পাঁচ ঘণ্টা রাখতে পারলে ভালো। এখন প্যানে তেল গরম করে নিন।

এবার মোটা একটা কাঠিতে সরিষার তেল লাগিয়ে এবং কিমা মুঠো করে চেপে চেপে আটকিয়ে নিন। আস্তে করে আকার ঠিক রেখে কাবাব বের করে নিন বা কাঠিসহ মাঝারি থেকে একটু বেশি আঁচে প্যানে দিয়ে গ্রিল করুন।

এক পিঠ হয়ে গেলে উল্টিয়ে দিন। দুপিঠ লাল হয়ে এলে চুলা বন্ধ করে দিন। অন্য প্যানে সরিষার তেল গরম করে নিন।

একটি ফয়েল পেপারে গরম কয়লা (চুলায় গরম করে নিতে হবে) নিয়ে কাবাবের পাশে রাখুন এবং গরম সরিষার তেল কয়লার উপর ঢেলে দিন। সঙ্গে সঙ্গে ঢাকনা দিয়ে দিন যেন ধোয়াটা বের হয়ে না যায়। এভাবে পাঁচ মিনিট রাখুন।

তারপর শিক থেকে কাবাব বের করে পরিবেশন পাত্রে নিয়ে পুড়িয়ে নেওয়া পেঁয়াজ, কাঁচামরিচ আর লেবু দিয়ে পরিবেশন করুন।

পেশোয়ারি কাবাব


উপাদানঃ
  • গরুর মাংসের কিমা - আধা কেজি
  • লবণ স্বাদ - মতো
  • গোলমরিচ গুঁড়া - আধা চা চামচ
  • মরিচগুঁড়া - ১ চা চামচ
  • ধনে ও জিরা টেলে গুঁড়া করে নেওয়া - ২ চা চামচ (বেশি মিহি না)
  • আনার দানা গুঁড়া -  ১ চা চামচ (ইচ্ছা)
  • বেসন - আধা কাপ
  • লেবুর রস - ১ টেবিল চামচ
  • আদা ও রসুন বাটা - ১ টেবিল চামচ
  • ধনেপাতা ও পুদিনাপাতা কুচি - ২ টেবি চামচ করে
  • পেঁয়াজ মিহিকুচি - ২টি
  • টমেটো কুচি - ১টি
  • ডিম - ৩টি (অল্প লবণ দিয়ে ফেটে অল্প তেলে ওমলেট করে হাতে চটকে বা ঝুরি করে নিন) 
  • তেল - প্রয়োজন মতো 
প্রস্তুত প্রণালীঃ প্রথমে কিমার সঙ্গে সব বাটা, গুঁড়ামসলা, ডিমের ঝুরি, ধনে ও পুদিনা পাতা, টমেটো কুচি, কাঁচামরিচ, লেবুর রস ও পেঁয়াজকুচি দিয়ে ভালো করে মাখিয়ে নিন।

এরপর বেসন দিয়ে মাখিয়ে ৩০ থেকে ৩৫ মিনিট রেখে দিন। একটা একটা কাঠিতে মুঠো করে কাবাবের মিশ্রণ লাগিয়ে নিন।

প্যানে তেল গরম করে, মাঝারি আঁচে কাবাবের কাঠিগুলো বসিয়ে দুপিঠ লাল করে ভেজে পরিবেশন করুন।

শামি কাবাব


উপাদানঃ
  • গরুর মাংসের কিমা - ১ কেজি
  • দারুচিনি - ১ টি
  • বুটের ডাল - ১ কাপ (১ ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে)
  • আদাবাটা - ১ টেবিল-চামচ
  • রসুন - ৩/৪ কোয়া
  • লালমরিচ গুঁড়া - ১ চা চামচ
  • গরম-মসলা - ১ চা চামচ
  • ধনে ও জিরা গুঁড়া -১ চা-চামচ করে।
  • লবণ - স্বাদ মতো
  • ১টি বড় পেঁয়াজ (বেরেস্তা করতে হবে)
  • এলাচ - ৩/৪ টি
  • ধনেপাতা কুচি - ২ টেবিল চামচ
  • ডিম - ২ টি
  • কাঁচামরিচ - ২/৩ টি
  • তেল - প্রয়োজন মতো 
প্রস্তুত প্রণালীঃ
প্রথমে কিমা ধুয়ে নিয়ে তাতে বুটের ডাল, সব গুঁড়ামসলা, লবণ, দারুচিনি, এলাচ, আদা ও রসুন, কাঁচামরিচ ও দুই কাপ পানি দিয়ে সিদ্ধ করতে দিন। মাংস সিদ্ধ হয়ে পানি একদম শুকিয়ে গেলে নামিয়ে নিন। একটু ঠাণ্ডা হলে শিল পাটায় বেটে নিন অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন মিহি করে নিন।

এখন কিমা বাটার সঙ্গে, ফেটে নেওয়া ডিম, পেঁয়াজ বেরেস্তা ও ধনেপাতা-কুচি দিয়ে ভালো করে মাখিয়ে নিন। ছোট বড় গোল্লা (কাবাবের আকার) করে ফ্রিজে রেখে সেট হতে দিন। বক্সে করেও রেখে দিতে পারেন। সারারাত রাখতে পারেন কিংবা কয়েক ঘণ্টা।

ফ্রিজ থেকে বের করার পাঁচ থেকে ১০ মিনিট পর, গরম তেলে মাঝারি আঁচে বাদামি করে ভেজে পরিবেশন করুন।

থাই বীফ সালাদ


উপাদানঃ
  • হাড় ছাড়া মাংস
  • লেমন গ্রাস বাটা
  • লেবুর রস
  • টেল
  • শশা
  • পেঁয়াজ
  • লেটুস পাতা
  • পুদিনা পাতা
  • পেঁয়াজ কলি
  • কাঁচা মরিচ কুচি
প্রস্তুত প্রণালীঃ
- হাড় ছাড়া মাংসকে গোলমরিচ গুঁড়ো, অল্প লবণ, লেমন গ্রাস বাটা আর লেবুর রস দিয়ে মেরিনেট করে রাখতে হবে পুরো ২৪ ঘণ্টা।
- যখন সালাদ পরিবেশন করবেন, তার আগে ফ্রিজে থেকে মাংস বের করে প্যানে খানিকটা তেল নিয়ে মাংসটা ভাজা ভাজা করে নিতে হবে।
- অন্য একটা পাত্রে শশা টুকরা করে কাটা, পেঁয়াজ কুচি, পেঁয়াজ কলি কুচি, লেটুস পাতা মিহি কুচি, পুদিনা পাতা মিহি কুচি, লেবুর রস, লেমন গ্রাস বাটা, লবণ দিয়ে মিশিয়ে নিয়ে রাখতে হবে।
- ঝাল করতে চাইলে কাঁচা মরিচ কুচি দিতে পারেন। মাংসগুলো ভালোভাবে ঝলসানো হয়ে গেলে পাতলা করে কেটে ওই সালাদ এর সাথে ভাল করে মিশিয়ে নিন।

পরিবেশনঃ এই সালাদ পরিবেশন করতে পারেন মেইন ডিশ হিসাবেই।

কিমা পরোটা

উপাদানঃ
  • গরুর মাংসের মিহি কিমা – ২ কাপ
  • পেঁয়াজ (মিহি কুচি) – ২ টেবিল চামচ
  • কাঁচামরিচ (মিহি কুচি) – ৪টি
  • আদা বাটা – ১ চা চামচ
  • রসুন বাটা – ১ চা চামচ
  • জিরা গুঁড়া – ১ চা চামচ
  • গরম মসলা গুঁড়া – ১ চা চামচ
  • গোলমরিচ গুঁড়া – ১/২ চা চামচ
  • ধনেপাতা কুচি – ১ টেবিল চামচ
  • লবণ – স্বাদমতো
  • তেল – ১ টেবিল চামচ
খামিরের জন্যঃ
  • ময়দা – ২ কাপ
  • লবণ – স্বাদমতো
  • ঘি – ২ টেবিল চামচ
  • ডিম – ১টি
  • দুধ – ২ টেবিল চামচ
  • তেল – ভাজার জন্য

প্রস্তুত প্রণালীঃ
-ময়দা চেলে নিয়ে খামিরের সব উপকরণ দিয়ে ভালো করে মেখে ময়ান তৈরি করে ২০ মিনিট ঢেকে রাখতে হবে।
-ফ্রাইপ্যানে তেল গরম করে পেঁয়াজ, আদা, রসুন ও কাঁচামরিচ দিয়ে অল্প ভাজতে হবে। এবারে একে একে কিমা,জিরা, গরম মসলা, গোলমরিচ গুঁড়া, লবণ দিয়ে নেড়ে ঢেকে দিতে হবে।
-কিমার পানি শুকিয়ে গেলে ধনেপাতা কুচি দিয়ে হালকা ভেজে নামাতে হবে।
-এবারে ময়ান ভালো করে মেখে রুটি বানাতে হবে। একটি করে রুটি নিয়ে তাতে রান্না করা কিমা ছড়িয়ে দিয়ে উপরে আরেকটি রুটি বসিয়ে কিনারা ভালো করে জোড়া দিতে হবে।
-ডিম ও দুধ এক সাথে মেশাতে হবে। পরোটা এর দুই পাশে ডিম ও দুধ এর মিশ্রণ মাখিয়ে ফ্রাইপ্যানে ২ টেবিল চামচ তেল দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে।
-ভাজা হলে প্রতিটি রুটি পছন্দ মত টুকরো করে কেটে সস দিয়ে গরম গরম পরিবেশন করতে হবে।

Sunday, August 28, 2016

কাচ্চি বিরিয়ানি


উপাদানঃ
  • খাসির মাংস - ২ কেজি
  • পোলাওয়ের চাল - ১ কেজি
  • আলু - আধা কেজি
  • ঘি - দেড় কাপ
  • পেঁয়াজ - কুচি আধা কাপ
  • আদা বাটা - ২ টে.চা.
  • রসুন বাটা - ২ চা. চা
  • দারচিনি গুঁড়া - আধা চা.
  • চা এলাচ গুঁড়া - ৬ টি
  • লবঙ্গ গুঁড়া - ৪ টি
  • জয়ফল গুঁড়া - ১ টি
  • জয়ত্রী গুঁড়া - ১\৮ চা চা
  • জিরা গুঁড়া - ১ টে চা
  • শুকনা মরিচ গুঁড়া - ৬ টি
  • দই  - ১ কাপ
  • হলুদ রং - সামান্য
  • গোলাপ জল - ২ টে চা
  • কেওড়া জল - ২ টে চা
  • আলু বোখারা - ৮\১০ টি
  • আটা - ১ কাপ 
  • লবন - পরিমাণ মতো
  • জ্বালানি কাঠ - ৫ কেজি
প্রস্তুত প্রণালীঃ
> মাংস ধুয়ে লবন মেখে ৩০ মিনিট রাখুন। মাংস আবার ধুয়ে পানি ঝরান।
> পেঁয়াজ ঘিয়ে বাদামি করে ভেজে তুলুন। ঠাণ্ডা হলে মোটা গুঁড়া করুন।
> আলুতে হালকা রঙ মিশিয়ে বাদামি করে ভেজে তুলুন।
> যে হাঁড়িতে বিরিয়ানি রান্না করবেন সে হাঁড়িতে মাংস নিন। আদা, রসুন , পেঁয়াজ , গুঁড়া মশলা মাংসের সাথে মেশান। দই ,গোলাপ জল ও কেওড়া জল দিয়ে ভাল ভাবে মেশান। মাংসের উপর আলু বিছিয়ে দিন। অল্প ঘি ও আলু বোখারা দিন।
> পোলাও এর চাল ধুয়ে পানি ঝরান। ১২ কাপ ফুটানো লবন পানিতে চাল ছাড়ুন। চাল ফুটে ওঠা মাত্রই পরিষ্কার পাত্রে পানি ঝরান।
> চালের ফুটানো পানি থেকে ১ কাপ পানিতে ৩\৪ কাপ ঘি মিশিয়ে মাংসে মেশান। মাংসের উপর চাল ছড়িয়ে দিন। উপরে সামান্য রং ছিটিয়ে দিন। ১ কাপ চালের ফুটানো পানি ও বাকি ঘি মিশিয়ে চালের উপর দিন,প্রয়োজন হলে আরও ফুটানো পানি এমন আন্দাজে দিন যাতে পানি চালের সমান হয়,চালের উপরে না উঠে। হাঁড়িতে ঢাকনা দিয়ে দিন।
> আটা পানি দিয়ে মাখিয়ে নিন। আটা দিয়ে হাঁড়ির মুখে ঢাকনা এঁটে দিন।
> কাচ্চি বিরিয়ানি গ্যাসের চুলায় রান্না করতে হলে চুলার উপর হাড়ি বসান। হাঁড়ির ঢাকনার উপরে ফুটানো পানিসহ একটি সস প্যান বসান ২০-২৫ মিনিট পর চুলার আঁচ কমিয়ে দিন। আরও এক থেকে দেড় ঘণ্টা পরে বিরিয়ানির সুগন্ধ বের হলে নামিয়ে নিন।

পরিবেশনঃ কাচ্চি বিরিয়ানি সালাদ এবং বোরহানির সাথে পরিবেশন করুন, ৮ জন পরিবেশন করা যাবে।

টিপসঃ 
> বিরিয়ানি ওভেনে রান্না করতে হলে ওভেনে ১৮০ ডিগ্রী সেলসিয়াস এ তাপ দিন। গরম ওভেনে হাঁড়ি ৩ ঘণ্টা রেখে নামিয়ে নিন।
> কাঠ কয়লার আগুনে বিরিয়ানি রান্না করতে হলে কাঠে আগুন দেয়ার পর যখন ৩\৪ অংশ আগুনে পুড়ে যাবে বড় কাঠ-কয়লা হবে,সে কয়লার আগুনে হাঁড়ি বসিয়ে দিন। হাঁড়ির উপরে এবং চারপাশেও কাঠ-কয়লার আগুন দিয়ে দিন। হাঁড়ির তলায় প্রথমে ১৫ মিনিট কাঠ পোড়াতে হবে এবং পরে আরও আড়াই ঘণ্টা কাঠ কয়লার আগুনে দমে রাখতে হবে।

Wednesday, August 24, 2016

বীফ ফ্রাই উইথ ক্যাপসিকাম





উপাদানঃ
  • বীফ পাতলা স্লাইস - ১/২ কেজি
  • সয় সস - ২ টেবিল চামচ
  • ওয়েস্টার সস - ২ টেবিল চামচ
  • ফিশ সস - ১/২ চা চামচ
  • গোল মরিচ গুঁড়ো - ১/২ চা চামচ
  • টেস্টিং সল্ট - ১/২ চা চামচ
  • লবণ অল্প - স্বাদ মত
  • ক্যাপসিকাম কিউব করা - ২ টি
  • গাজর স্লাইস - ১/২ কাপ
  • পিঁয়াজ মোটা কুচি - ২ টি
  • আদা কুচি - ১ টেবিল চামচ
  • রসুন বাটা - ১/২ চা চামচ
  • চিনি - ১/২ চা চামচ
  • তেল - পরিমাণ মত
প্রস্তুত প্রণালীঃ
- একটা বাটিতে বীফ স্লাইস নিয়ে একে একে রসুন বাটা, সয়া সস, ওয়েস্টার সস, ফিস সস, লবণ, টেস্টিং সল্ট, গোল মরিচ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখে অল্প আছে সেদ্ধ করে নিতে হবে।
- সেদ্ধ হবার পর বীফে কোন পানি থাকলে শুকিয়ে নিতে হবে।
- এবার ফ্রাইপ্যানে তেল গরম করে বীফ আর আদা কুচি দিয়ে কিছুক্ষণ ভাজতে হবে।
- এবার ক্যাপসিকাম, গাজর, পিঁয়াজ কুচি, চিনি দিয়ে আরো কিছুক্ষণ ভেজে নামিয়ে ফেলতে হবে।